ডিসেম্বর ১, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

অজ্ঞান করে ঠাকুরগাঁওয়ে অটো রিক্সা ছিনতাই, হাসপাতালে চালক

চালককে অজ্ঞান করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধের অটো রিক্সা চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। নিয়ে যায় মোবাইল ফোনটিও। পরবর্তিতে পুলিশের সহায়তা ওই চালককে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অটো রিক্সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর অজ্ঞান অবস্থায় ওই চালক পরে থাকে গোয়ালপাড়ায় অবস্থিত রোজ কেয়ার শান্তি নিকেতনের সামনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে ওই বৃদ্ধ রোজ কেয়ার শান্তি নিকেতনের সামনে হাপাতে থাকে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তার কাছে জানতে চায় কি হয়েছে।

তাৎক্ষনিকভাবে ওই রিকসা চালক বলেন, তাকে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটো রিকসা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তিতে ওই চালন পুরোপুরি অজ্ঞান হয়ে পরে।

এ ঘটনার পর সংবাদকর্মীরা খবর ছড়িয়ে দিলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে অটো রিক্সাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা আরো জানান, ঠাকুরগাঁও চলতি মাসেই জেলা থেকে প্রায় সাত থেকে আটটি অটো রিকসা চুরির ঘটনা ঘটেছে। এতে আইনশৃংলা বাহিনীর চরম অবনতি বলে মনে হচ্ছে। পুলিশ চুরি হওয়া অটো রিকসা উদ্ধারে তেমন কোন ভুমিকা নেই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ওই রিক্সা চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যে কয়েকটি অটো রিকসা চুরি হয়েছে। তা উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ রিপোর্ট লিখা পর্যন্ত রিক্সা চালকের পরিচয় পাওয়া যায়নি। তিনি বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print