ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ণ

অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

Oplus_16777216
Oplus_16777216

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণ করে আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই পর্যন্ত।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর ডাটা নিশ্চয়নের (আবেদনকারীদের তথ্য নিশ্চিত করা) সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।

এ ছাড়া, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা ৩ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print