অক্টোবর ১, ২০২৫ ১২:০৮ পিএম

অবশেষে বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেল নারী ফুটবলাররা

গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা দেশের জন্য বয়ে এনেছিলেন বড় সাফল্য। নেপালের মাটিতে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব তথা সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল সাবিনা-সানজিদারা।

এরপর দেশে ফেরার পর চ্যাম্পিয়ন নারীদের বিভিন্ন জায়গা থেকে অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান। সেই তালিকায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে গেল ছয় মাস ধরে সেই অর্থ পুরস্কার বুঝে পায়নি সাবিনা খাতুনরা।

নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা দিতে চেয়েছিল বিসিবি। যদিও পুরস্কারের এই টাকা নিয়ে সম্প্রতি ভিন্ন ভিন্ন মন্তব্য করে দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা বিসিবি ও বাফুফে। অবশেষে পুরস্কারের সেই টাকা নিতে আজ (বৃহস্পতিবার) বিসিবিতে আসেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকাররা। তাদের সঙ্গে ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন ও বাফুফের মিডিয়া ম্যানেজার নওমি।

বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এদিন সাবিনা খাতুনের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। ছিলেন আরেক বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠুও।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print