ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে আজিজুল হক কলেজের সামনে রেললাইনে গেটম্যান নিয়োগ

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি কিছু নিয়ম-কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।’

এর আগে, গত ৬ জুলাই কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপদ রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সহপাঠীরা।

প্রথমে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা রাজপথে নামেন। আন্দোলনের তৃতীয় পর্যায়ে এসে তা আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন বগুড়া রেলস্টেশনে এবং পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু স্টেশনে আটকে পড়ে। শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। তখন রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাতদিন সময় চায়।

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে গেটম্যান নিয়োগ দেওয়ায় স্বস্তি ফিরে আসে। কলেজপড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print