ডিসেম্বর ১, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় লামিয়া বেকারিকে আর্থিক জরিমানা ও সিলগালা করে দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ছবিঃ ববিন রহমান
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় লামিয়া বেকারিকে আর্থিক জরিমানা ও সিলগালা করে দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ছবিঃ ববিন রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে বগুড়া নিশিন্দারা শৈলাল পাড়ায় লামিয়া বেকারিকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল রিজভী।

আরো পড়ুনঃ বগুড়ায় চাল ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা পুলিশের একটি দল অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের অপরাধে নগদ ১৫ হাজার টাকা অর্থদন্ড করে প্রতিষ্ঠান কে সিলগালা করা হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “বেকারি কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নষ্ট ডিম ব্যবহার, খারাপ তেল ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। কয়েক মাস আগেও এই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও সতর্ক করার পরেও তারা কর্মের পরিবেশ ও মান নিয়ন্ত্রণের ব্যপারে সতর্ক না হওয়ায় আবারো তাদেরকে জরিমানা এবং সিলগালা করে দেয়া হয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print