সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৫৪ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বগুড়ায় স্নিগ্ধ বেকারিকে জরিমানা

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘স্নিগ্ধ বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযানে তাকে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া ও জেলা পুলিশের একটি বিশেষ টিম।

সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানকালে বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরিতে পুরনো ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার, নিষিদ্ধ রাসায়নিক স্যাকারিন মেশানো এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা—এমন একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এ সব অপরাধের ভিত্তিতে স্নিগ্ধ বেকারিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৩ ও ৪৪ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print