চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বগুড়ার আদমদীঘিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে রাব্বী, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমূখ।
স্মরণ সভায় শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।