ডিসেম্বর ১, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ

আদমদীঘিতে গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

আদমদীঘিতে গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার
আদমদীঘিতে গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার। ছবি: এনসিএন

বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার গোপালপুর ভাদসা গ্রামের আতাবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (২২), মোঃ সালামের ছেলে মোঃ হাসান (২০) এবং ফরিদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (২২)।

জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহিদ সিরাজখান মেমোরিয়াল একাডেমী’র শহিদ মিনারে সামনে অবস্থান মাদক বিক্রির উদ্দেশ্য অবস্থান করছিলো জাহিদ, হাসান ও সৌরভ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় জাহিদের পরিহিত জিন্স প্যান্টের পকেটের ভিতর থেকে ২০০ গ্রাম ও হাসানের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ২০০ এবং সৌরভ হোসেনের জিন্স প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তিন যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print