সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:৩৯ এএম

আদমদীঘিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ-চাঁদাবাজির অভিযোগে তিন বিএনপি নেতাকে শোকজ

বগুড়ার আদমদীঘিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা তিন বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কে. এম হুমায়ুন কবির।

তাঁরা হলেন- জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তা।

জানা যায়, কয়েকদিন আগে জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে শামিম নামের এক ব্যক্তিকে মামলা থেকে বাদ দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে অডিও, ভিডিও ছড়িয়ে পড়ে। এতেকরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে বগুড়া জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দেন শামিমের মামা শফিকুল ইসলাম।

অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও সহ-সভাপতি ফরিদুল হক মুক্তা তাদের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ফেসবুকে মামলা রুজু না করে আসামীদের নাম প্রকাশ করেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এবং সেইসঙ্গে তাদের দুইজনের নামে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যায়। এজন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শোকজ করা হয়।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কে. এম হুমায়ুন কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কঠোর নির্দেশ তাঁরা লঙ্ঘন করেছেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও পাওয়া গেছে। যা দলের জন্য হানিকর ও শৃঙ্খলা ভঙ্গকারী। তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে লিখিত ভাবে এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print