অক্টোবর ১৫, ২০২৫ ৮:১৪ পিএম

আন্তর্জাতিক শিক্ষক দিবসে ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের পুষ্পার্ঘ্য অর্পণ

Oplus_16908288
Oplus_16908288

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ শামসুজ্জোহা কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টাই বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষক শহীদ শামসুজ্জোহা কবরে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “শিক্ষকরা আমাদের জীবনের পথপ্রদর্শক,শুধু বইয়ের জ্ঞানই দেন না বরং জীবনের অমূল্য শিক্ষাও শিখিয়ে থাকেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার গুরুত্ব আমাদের বুঝান।আমরা যখন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই, শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন।শিক্ষকরা আমাদের স্বপ্ন দেখান এবং সেগুলোকে সত্যি করার জন্য প্রেরণা জুগিয়ে থাকেন।”

এ বিষয়ে জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, আন্তর্জাতিক শিক্ষক দিবসে আমি গভীর শ্রদ্ধা জানাই সকল শিক্ষককে,যাঁরা জ্ঞান, মূল্যবোধ ও ন্যায়বোধের আলো ছড়িয়ে দিচ্ছেন।বিশেষ শ্রদ্ধা জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব, শহীদ ড. শামসুজ্জোহা স্যারকে যিনি নিজের জীবনের বিনিময়ে শিক্ষার্থীদের রক্ষা করেছেন।তিনি আমাদের শিখিয়েছেন, শিক্ষক শুধু পাঠ দান নই, তিনি ন্যায়, সাহস ও মানবতার প্রতীক। একজন রাকসু প্রার্থী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করবো এবং একটি জ্ঞাননির্ভর, মানবিক ও সম্মাননামূলক পরিবেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাসহ প্যানেলর অন্যান্য পদের প্রার্থীরা – ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।

সদস্য পদে মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন মো. আশরাফুল ইসলাম, সিনেট সদস্য জান্নাতুন নাঈম তুহিনা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print