জুলাই ১৩, ২০২৫ ৯:২৪ পিএম

আপনাদের মুক্তি দিয়েছে তরুণরা, তাই তরুণদের ভরসা করুন : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যেই উদ্দেশ্যে এবং আমাদের শহীদেরা, আহতরা, লড়াই করেছিল সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশে গত ৫৪ বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন, গত ১৬ বছরেও আপনারা বহু রাজনীতি দেখেছেন। কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা। তাই তরুণদের উপর ভরসা করুন। যদি আমরা ভুল করি আমাদের সমালোচনা করুন। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের, যে রাষ্ট্র কাঠামো আমরা এটা পরিবর্তন করব। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেবো না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জএ উপজেলায় বিচার,সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অনোন্নত রয়েছে, কিভাবে ৫৪ বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলাতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি খুবই কম খুবই স্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই। আমরা কাজের অধিকার চাই। আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। আমরা স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব।

তিনি আরো বলেন, এই কারণেই যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র তরুন যুবকরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে। এবার চব্বিশে এই ছাত্র যুবক তরুণরাই দেশকে রক্ষা করেছে, স্বাধীনতাকে রক্ষা করেছে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে ব্যর্থ না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে।

নাহিদ বলেন, জুলাই পদযাত্রা হচ্ছে নতুন দেশ গড়ার জন্য। গত বছর ২০২৪ সালে আমরা জুলাইয়ে গণঅভ্যুত্থান করেছিলাম। যেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পাড়াতে বাধ্য হয়েছিল। আমরা এখনো লড়াই করছি দেশ গঠনে। নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না। যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে কোন ধরনের অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না।

এ পথসভায় উপুস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান নেতারাও।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print