ডিসেম্বর ৫, ২০২৪ ৯:৫৯ এএম

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন করে আরও ছয়টি এই ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

অনুমোদন দেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম এস রিপা এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স। এসব প্রতিষ্ঠান প্রত্যেকে এক কোটি করে ডিম আমদানি করবে।

এর আগে সোমবার চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত কয়েকমাস ধরেই ডিমের বাজার অস্থির থাকায় সবশেষ ডিমের দাম ১২ টাকা বেঁধে দেয় সরকার। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।

গত ১৪ সেপ্টেম্বর ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

তারপরও দাম না কমায় আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

এনসিএন/এসকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print