সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:১৪ পিএম

আশুলিয়া থেকে বগুড়ার একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় এক পরিবারে স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামে। রুবেল পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং সোনিয়া তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে পরিবারের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। বিকেলে পাশের কক্ষের এক ভাড়াটিয়া জানালা দিয়ে তাকিয়ে দেখেন ঘরের ভেতর একজনের লাশ ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোনিয়া স্বামী-সন্তানকে নিয়ে স্থানীয় আব্দুল কাদের দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। মরদেহ উদ্ধারের সময় রুবেলকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী-সন্তানের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল প্রথমে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print