সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:২৪ পিএম

ইজিবাইক ভাঙচুর ভিডিওটি বগুড়ার নয়, দাবি যুবদলের; অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

Oplus_16908288
Oplus_16908288

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যুবদল নেতা নাম ব্যবহার করে একটি ইজিবাইক ভাঙচুরের ভিডিওকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখা। দলটির দাবি, ভিডিওটি বগুড়া সদর উপজেলার বা বগুড়ার কোনো ঘটনার নয় এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, “সদর উপজেলা যুবদলের নাম ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বাস্তবে বগুড়া সদর উপজেলা তথা জেলায় এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

তারা আরও বলেন, “আওয়ামী ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। অপপ্রচার চালিয়ে তারা যুবদলের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”

জেলা যুবদল নেতৃবৃন্দ অবিলম্বে এই অপপ্রচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে দেশের গণতন্ত্র, সুশাসন ও জননিরাপত্তা রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print