ডিসেম্বর ৪, ২০২৪ ১০:১৫ পিএম

ইয়েমেনি সেনার গুলিতে সৌদির ২ সেনা কর্মকর্তা নিহত

ইয়েমেনের সেনাবাহিনীর এক সৈন্যর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় হঠাৎ করে ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন গুরতর আহত হন।

হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে তারা। তবে গত এক বছর ধরে সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে হুথিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সৌদির সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি।

সৌদির সেনাদের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেনি হুথিরা। তবে তাদের এক কর্মকর্তা বলেছেন, “দখলদারদের বিরুদ্ধে কঠিন বাস্তবতা শুরুর ইঙ্গিত এটি।”

শুক্রবার রাতে রাজধানী সানা থেকে ৫০০ কিলোমিটার দূরের শহর সিয়ুনে ঘটে এই ঘটনা। সৌদির নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল, তখন ওই ইয়েমেনি সেনা প্রকাশ্যে গুলি ছোড়েন। তার গুলিতে নিহত ও আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনা সৌদির নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কার্যক্রমে প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে হুথিদের অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর নতুন করে হুথিদের ওপর হামলা চালানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print