অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নব্বই দশকের শীর্ষ নায়িকা শাবনূর। আর আজ (১৭ ডিসেম্বর) তাঁর জন্মদিনে দিলেন নতুন খবর। ঈদে আসবে তাঁর নতুন চলচ্চিত্র।
এদিকে প্রায় তিন বছর পর অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন অসংখ্য কালজয়ী ছবির এই তারকা। শাবনূরের জন্মদিন (১৭ ডিসেম্বর)-এ তার দেশে ফেরার খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, অভিনেত্রীর হাতে কিছু কাজ জমে আছে। সেগুলো শেষ করতে নিরিবিলি ঢাকায় এসেছেন, শেষ করে আবার ফিরে যাবেন অস্ট্রেলিয়ার প্রবাস জীবনে।
শাবনূর বললেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’
নির্দিষ্ট করে না বললেও জানা যায়, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। শোনা যাচ্ছে, ‘সখা’ নামের ছবিতে তাঁর বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।
২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর।