ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ

ঈদে বৃষ্টির হানা, মুসল্লিরা ঈদ জামাত পড়লেন মসজিদে

ঈদের দিন সকালে বৃষ্টির কারণে মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: এনসিএন
ঈদের দিন সকালে বৃষ্টির কারণে মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: এনসিএন

বগুড়া: প্রায় দুই বছর পর খোলা আকশের নিচে ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার (৩ মে) ভোর ৬টা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সেসব পরিকল্পনা কাঁদা পানিতে রুপান্তরিত হয়েছে। কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে বৃষ্টিকে উপেক্ষা করে মসজিদে ঈদ জামাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিন জেলা শহরের বিভিন্ন এলাকায় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দ্বিধাবোধ ভুলে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নেয়। ছয় থেকে ষাটোর্ধ বয়সের সকলের প্রাণবন্ত উপস্থিতিতে মসজিদগুলো ভরপুর হয়ে উঠে।

এসময় মুসলিম উম্মাহদের কল্যাণ ও পরিশুদ্ধতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মসজিদের ইমামরা। একই সাথে নিজেদের গুনাহ মাফ নিতে এদিন মসজিদে হাজির হন মুসল্লিরা।

এদিকে চলমান বৃষ্টির জেরে ঈদের দিনে ঘরবন্দি হয়ে পড়েছে বগুড়াবাসী। বৃষ্টি শুরুর আগে যারা বাসা থেকে বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। সব মিলিয়ে মিলিয়ে ঈদ আনন্দ ফিকে হয়েছে বৃষ্টির জেরে।

ঈদে বৃষ্টি হানা না দিলে জেলায় ১৫০৪টি ঈদগাহ ও মসজিদের ১ হাজার ৬ শত ৬৭ কেন্দ্রে ঈদের জামাত পড়তেন মুসলমানেরা। তবে বৃষ্টি হওয়ার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি।

এর আগে, ঈদের দিন সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print