আগস্ট ২১, ২০২৫ ৭:২৫ পিএম

উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে : ডিসি হোসনা আফরোজা

Oplus_16777216
Oplus_16777216

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের করতোয়া সভাকক্ষে বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ সভাপতি রাহাত আহমেদ রিটু, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আবু হাশেম।

প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম।

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থীদেরকে বিজনেস প্লান সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তাদের মাধ্যমে এ দেশের অর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। চাকরি করার চেয়ে চাকরি দেওয়াটা, বেশি সম্মানজনক। উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে। উদ্যোক্তা হওয়া চ্যালেঞ্জিং বিষয়, চাকরি করলে কোন চ্যালেঞ্জ থাকেনা। উদ্যোক্তারা মার্কেট ডিমান্ড বুঝতে না পারলে উদ্যোক্তা হতে পারবেন না। নতুন উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট থেকে কিভাবে প্রফিট আসবে সেই অভিজ্ঞতা আপনাকে শিখতে হবে, এটা জানা না থাকলে ব্যবসায় লোকসান হবে।

হোসনা আফরোজা আরো বলেন, সারা বিশ্ব এখন পরিবেশকে নিয়ে ভাবছে। আপনারা যে সেক্টরে উদ্যোক্তা হন, পরিবেশের জন্য ভারসাম্য সঠিক রেখে কাজ করতে হবে।যাকে পরবর্তী প্রজন্মের উপর প্রভাব না পড়ে। আপনাদের তৈরি প্রোডাক্টের কোয়ালিটি ইন শিওর করতে হবে। কম্পিটিশন মার্কেটে যার প্রোডাক্টের কোয়ালিটি ও গুণগত মান ভালো সেই প্রোডাক্টটি বেশি টাকা দিয়েও মানুষ কিনবে। এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসা শুরু করা এবং পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সাথে পরিচালনায় সক্ষম হবেন।

প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print