উন্মোচিত হলো তরুণ পর্বতারোহী ও পাঠকপ্রিয় ভ্রমন সাহিত্যিক ইকরামুল হাসান শাকিলের বই ‘হিমলুং শিখরে’। এটি লেখকের পঞ্চম বই। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে ভ্রমন সাহিত্যটি প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের লেখা পঞ্চম বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শাকিল। সেসময় পাঠকদের নানান প্রশ্নের জবাবও দেন এই লেখক।
‘হিমলুং শিখরে’ বইটি সম্পর্কে শাকিল জানিয়েছেন, ‘আমার পর্বত অভিযানের শ্বাসরুদ্ধকর কাহিনীগুলো বইয়ের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছিয়ে দিতে চাই। বিশেষ করে আগামী প্রজন্ম যাতে এই এক্সট্রিম স্পোর্টসের প্রতি উদ্বুদ্ধ হতে পারে।’
বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ ছায়াবীথি প্রকাশনীতে পাওয়া যাবে। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রি-অর্ডারের মাধ্যমে ‘হিমলুং শিখরে’ বইটি পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, এরইমধ্যে ইকরামুল হাসান শাকিলের লেখা আরও তিনটি ভ্রমণ সাহিত্য প্রকাশ পেয়েছে। বইগুলো যথাক্রমে ‘কেয়াজো-রি শিখরে বাংলাদেশ’, ‘পদচিহ্ন এঁকে যাই’, ‘পর্বতাভিযানে শ্বাসরুদ্ধকর পনেরো ঘণ্টা’।