ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ণ

এনসিপির নাম ব্যবহার করে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক সরকারি উন্নয়নমূলক কাজ বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার বায়েজিদ হোসেন। 

সোমবার বিকেলে কালীগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়েজিদ হোসেন জানান, তিনি মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে তুষভান্ডার নছর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা, সিলিং, বৈদ্যুতিক সংযোগ ও টাইলস লাগানোর কাজ গত ১৫-২০ দিন ধরে শ্রমিকদের মাধ্যমে পরিচালনা করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, তবে সোমবার বিকেলে এনসিপি নেতা পরিচয়ে আলমগীর, সাজিদ ও কামরুজ্জামান পনির নামে তিন ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং তাকে ও শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মী বলে পরিচয় দেন।

বায়েজিদ হোসেন আরও জানান, আলমগীর তাকে ডেকে নিয়ে গিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন, টাকা না দিলে কাজ বন্ধ থাকবে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর ও কামরুজ্জামান পনির তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন। কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহন করেননি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print