ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ

কর্মস্থলে গিয়ে বাসায় ফেরেননি সানোয়ার, দিশেহারা স্ত্রী-সন্তান

নিখোঁজ সানোয়ার মন্ডল (৪৫)। ছবি' এনসিএন
নিখোঁজ সানোয়ার মন্ডল (৪৫)। ছবি' এনসিএন

বগুড়ার শেরপুর নিউমার্কেটে কর্মস্থলে গিয়ে আর বাসায় ফেরেননি সানোয়ার মন্ডল (৪৫) নামের এক যুবক। এ নিয়ে তার স্ত্রী লাভলী বেগম (৩০) সদর থানায় নিখোঁজ হওয়া প্রসঙ্গে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, ঈদের ছুটি শেষ করে উপজেলার নিউমার্কেটের জুয়েলার্সের দোকানে কাজে গেলেও বাসায় ফেরেননি সানোয়ার। পরে নিখোঁজ হওয়া ব্যক্তির সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও পরিবারের সদস্যরা ব্যর্থ হন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান।

লাভলী বেগম জানিয়েছেন, ‘আমার স্বামী বগুড়া জেলার শেরপুর নিউ মার্কেটে ইমরান জুয়েলার্সে কাজ করে। ঈদের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার (৫ মে) কাজের উদ্যেশে শেরপুরে রওনা দেয়। তারপর থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যাইনি। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।’

নিখোঁজ সানোয়ার মন্ডলের শারীরিক বর্ণনা সম্পর্কে তার স্ত্রী লাভলী বলেন, তার স্বামীর গায়ের রং কালো এবং শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পাশাপাশি দেহ মাঝারি আকৃতির ও মুখমণ্ডল গোলাকার। গালভর্তি সাদা-পাঁকা দাড়ি আছে। হারানোর দিনে তার পরনে ছিলো নেভি ব্লু রংয়ের কাবলি।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদরের সাখারিয়ার করতোয়া এলাকার মো. সানোয়ার মন্ডল নামের এক ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে তার স্ত্রী লাভলী বেগম একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। যার নাম্বার ২৬২ বলেও জানা গিয়েছে।

এদিকে নিখোঁজ হওয়া ব্যক্তির কোনো সন্ধান পাওয়া গেলে তার স্ত্রী লাভলী বেগমের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে সদর থানার দায়িত্বরত কর্মকর্তাকেও জানানোর অনুরোধ জানান তার স্ত্রী।

এনসিএন/এআইএ/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print