বগুড়ার শেরপুরে বাঘরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ধান মজুদের দায়ে এক কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শবিবার (১১ জুন) দুপুরে শেরপুরের বাঘরা চকপোতা এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগিতা করেছে।
অভিযান সম্পর্কে ইফতেখারুল আলম বলেন, উপজেলার বাঘরা চকপোতা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স কসমেটিকস ডিলারশিপ নিয়ে নিজস্ব গোডাউনে ধান মজুদ করছিলো। মূলত এ কারণে তাকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, গেল ৬ মাসের অধিক সময়ের পূর্বের কেনা ধান প্রতিষ্ঠানটির কসমেটিকস গোডাউনে পাওয়া যায়। লাইসেন্সবিহীন অবৈধ মজুদের কারণে প্রতিষ্ঠানটিক ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খাদ্যের কৃত্রিম সংকট দূরীকরণ ও নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
