লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর-রংপুর সড়কে বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার ( ১০ মে) দুপুরে ১২ ট কাকিনার জিরোপয়েন্টের পোনাহাটি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা যায়, তিস্তা নদীর ওপর প্রায় ১২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮৫০ মিটার দীর্ঘ কাকিনা সেতুটি ২০১৮ সালের এপ্রিলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে, গুরুত্বপূর্ণ এই সেতুটিতে ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ করেই ভারী যানবাহন ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গত বুধবার দুপুরে কাকিনা-মহিপুর সড়কে বাস-ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন করে বাস-ট্রাক মালিক সমিতি। তাদের এই কর্মসূচির মাত্র তিন দিনের মাথায় এবার স্থানীয় বাসিন্দারা এলজিইডির এই সংকীর্ণ রাস্তায় ভারী যান চলাচল বন্ধের দাবিতে পাল্টা মানববন্ধন করলেন এলাকার মানুষরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, এলজিইডির অধীনে থাকা এই সড়কটি সংকীর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা দ্রুত নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে করে সাধারণ মানুষের চলাচলে বিপদে হয়ে পড়েছে। তারা আরও জানান, এই রাস্তাটি প্রথমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার ও প্রশস্ত করতে হবে। এরপরই কেবল ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। অন্যথায়, এই সংকীর্ণ রাস্তায় ভারী যান চলাচল অব্যাহত থাকলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, কাকিনা-রংপুর এলজিইডির সংকীর্ণ সড়কে ভারী যান চলাচলে রাস্তার ক্ষতি ও দুর্ঘটনা রোধে স্থানীয়দের মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
