ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ

ঢাকার স্টাইলে নওগাঁয় ছিনতাই

কানের দুলের সাথে তারা নিয়ে গেল দুই’শ টাকাও

নওগাঁয় সিএনজিতে উঠিয়ে নিয়ে অভিনব কায়দায় দিনে দুপুরে এক বৃদ্ধ মহিলার কানের দুল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা সোনার বিস্কুট সদৃশ বস্তু দেখিয়ে ওই মহিলার কাছ থেকে চার আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। সেই সাথে তার কাছে থাকা ২০০ টাকাও ছিনিয়ে নেয় তারা। 

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১৪মার্চ বিকেল ৩-৪টার মধ্যে শহরের ব্যস্ততম এলাকা পাসপোর্ট অফিস থেকে বাইপাস চার মাথার মাঝামাঝি সড়কে। এঘটনায় ওই দিন রাতেই ভূক্তভোগীর নাতি সবুজ হোসেন বিচারের আশায় সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ নিয়ে আসার কথা স্বীকার করেছেন ডিউটি অফিসার এসআই নূর নয়ন।

ভুক্তভোগীর মহিলার নাম জরিনা বিবি (৬৭)। তিনি সদর উপজেলার কির্ত্তিপুর দাসকান্দি গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, জরিনা বিবি শুক্রবার সদর উপজেলার শালুকা গ্রামে তার মেয়ের বাড়ি থেকে শহরের শিবপুর বাইপাস ব্রিজ সংলগ্ন নাতির বাসায় যাওয়ার জন্য রওয়ানা দেন। তিনি বালু ডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পাসপোর্ট অফিসের কাছাকাছি যাওয়ার পর অজ্ঞাত এক সিএনজি ড্রাইভার সামনে এগিয়ে দেওয়ার কথা বলে তার সিএনজিতে ওঠার জন্য বলতে থাকে। জরিনা বিবি উঠতে না চাইলেও সিএনজি ড্রাইভার বারবার বলার পর একপর্যায়ে ওঠেন। এদিকে সিএনজিতে আগে থেকেই একজন যাত্রী বসে ছিল। এরপর যাত্রী বেশে থাকা প্রতারক ও সিএনজির ড্রাইভার শুরু করে নাটক।

একসময় ১০টাকার নোটে মোড়ানো কিছু একটা পেয়েছে বলে তারা একে অপরকে জানাই। এরপর ড্রাইভার ও যাত্রী মিলে কৌশলে জরিনা বেগমের হাতে ১০টাকার ভেতরে থাকা কাগজটি ধরিয়ে দেয়। কাগজ খোলার পর একটা সোনার বিস্কুট সদৃশ বস্তু দেখিয়ে তারা জরিনা বেগম কে তিন ভরি স্বর্ণ আছে বলে সেই স্বর্ণ কেনার প্রস্তাব দেয়। বিনিময়ে আপনার কাছে যা টাকা পয়সা গহণা আছে সেগুলো দেন। এরপর জরিনা বেগমের কানের দুল এবং হাতে থাকা ২০০ টাকা নিয়ে নেয় তারা। পরে বাইপাস চার মাথা অতিথি ফিলিং স্টেশনের সামনে গিয়ে সিএনজি থেকে নামিয়ে দিয়ে জেলার বদলগাছি উপজেলার দিকে চলে যায় ওই সিএনজি।

এদিকে সিএনজি থেকে নামার পরেই জরিনা বেগম বুঝতে পারেন ড্রাইভার-যাত্রী কৌশলে তার কানের দুল ছিনতাই করেছে। কাছে থাকা দুইশ টাকাও নিয়ে গেছে তারা। ঘটনা জানতে পেরে জরিনা বেগমের নাতি এবং মেয়ে বুলবুলি বেগম তার নিজ বাড়িতে রেখে আসেন।

ভূক্তভোগী বৃদ্ধ মহিলার নাতি ক্ষোভ নিয়ে বলেন, একজন বৃদ্ধ মহিলার কাছ থেকেও ছিনতাই করবে এটা কল্পনা করা যায়না। তার কান কেটে একজোড়া দুল নিয়েছে। এছাড়া দুইশ টাকার লোভও সামলাতে পারেনি ছিনতাইকারীরা। যা খুবই দু:খজনক ঘটনা। দিনে দুপুরে এরকম একটা ব্যস্ততম এলাকা থেকে ছিনতাই করবে এটা ভাবা যায়না। তাই আমার অনুরোধ দ্রুত সিএনজি এবং চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সেই সাথে আমার নানির ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করারও জোর দাবি জানাচ্ছি।

জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ আমার হাতে আসেনি। হয়তোবা দিয়ে যেতে পারে। আর ভুক্তভোগীকে সরাসরি আমার কাছে পাঠিয়ে দিন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সোনার জিনিস দেখিয়ে কোন কিছু নিয়ে যাওয়ার বিষয়ে জনগণ এখনও সচেতন হতে পারলো না। তাই এই ধরনের প্রলোভন থেকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print