জুন ১৮, ২০২৫ ৪:৫৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের সভাপতি হিরো কারাগারে

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে কার্য়ক্রম নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (৯ জুন) সকালে মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি।

এর আগে রবিবার (৮জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

ছানাউল হোসেন হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত বছরের ১৫ জুন শনিবার ঈদের দুই দিন আগে জাহেরা বেগম নামের এক নারীর ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষকলীগের ওই নেতা ছানাউল হোসেন হিরোর বিরুদ্ধে। হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল হিরো।

এঘটনায় ভূক্তভোগী ওই নারী শুক্রবার (২১ জুন) হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছিল ঘটনাটি। যা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print