ডিসেম্বর ১, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

মাঠে পানি নিস্কাশনের

কালভার্টের মুখ বন্ধ করে অবৈধ পুকুর খনন; শঙ্কায় কৃষক, হুমকির মুখে সড়ক

মাঠে ফসল উৎপাদনের সুবিধার্থে পানি নিস্কাশনের জন্য গ্রামীণ সড়কে নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। এছাড়া এক পাশের পানির চাপের কারণে যেন সড়কের কোন ক্ষতি না হয়, সেই জন্যও কালভার্টটি অনেক উপকারে আসে। আর সেই কালভার্টটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে বর্ষাকালে মাঠের একমাত্র পানি নিস্কাশনের পথ কালভার্টের মুখ বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করা হয়েছে। ফলে আমন ধান চাষ করা নিয়ে শঙ্কায় রয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে। 

অভিযোগের ভিত্তিতে গত ২৬শে জানুয়ারি রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টটির দক্ষিণ পার্শ্বের মুখ মাটি ও বেড়া দিয়ে বন্ধ। সেখানে রাতের আঁধারে খনন করা হয়েছে পুকুর। এতে করে ফসল উৎপাদনের জন্য এপার থেকে ওপারের মাঠে পানি যাওয়ার বিকল্প কোন পথ নেই। এছাড়া গ্রামীণ এই সড়ক পড়বে হুমকীর মুখে।

স্থানীয় দোনইল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী ও নয়ন কৃষ্ণ জানান, এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করা হয়েছে। আমরা সকালে দেখতে পাই সেখানে পুকুর। আমরা এর প্রতিবাদ জানালে অবৈধভাবে পুকুর খননকারী বদিউল ইসলাম ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করার জন্য তাচ্ছিল্য করেন। আমাদেরকে বলা হয় অভিযোগ দিয়ে কিছু করতে পারলে করো। এরপর গ্রামবাসী বাধ্য হয়ে প্রতিকারের আশায় মাঠের পানি নিস্কাশনের পথের সুরক্ষা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

দোনইল গ্রামবাসীরা আরো জানায়, ব্রীজের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে প্রায় হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বাড়ি ঘরে পানি ওঠার সম্ভাবনা চরম। তাই আমরা এর স্থাষী সমাধান চাই।

জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানান, ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘায় জমিটি কিনেছি। পরে সেখানে পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।

এ ব‍্যপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ওই মাঠে আমন ধান চাষ ব‍্যাহত হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নিবার্হী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print