আগস্ট ১, ২০২৫ ৬:৪২ পিএম

কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্সের প্রশিক্ষণ কর্মশালা

Oplus_16777216
Oplus_16777216

লালমনিরহাটের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, কর্মকর্তাদের সমন্বয়ে দিনব্যাপী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার( ৩০ জুলাই) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কৃষ্ণচূড়া)-তে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল অনেক। শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তামাক উৎপাদন, বিপণন ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই  ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে আনা সম্ভব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া সুলতানা প্রশিক্ষণটি পরিচালনা করেন। সমন্বয়ক হিসেবে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা  অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print