বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের উদ্যোগে গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে কালীগঞ্জ থানা চত্তরে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের অর্থায়নে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকের ব্যবস্থাপনায় গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ নেওয়াজসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, পুলিশ এসোসিয়েশন প্রতিবছর উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে থাকে তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ,তুষভান্ডার এলাকার গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
