বগুড়া ১১ মে ২০২২: বগুড়া ভোক্তা সংরক্ষন অধিকার ও বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান সয়াবিন তেল জব্দ করেছে।
জেলা ভোক্তা সংরক্ষন অধিকার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বগুড়ার কাহালু বাজারে মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় কাহালু বাজার ও পৌরপাড়ায় তিনটি গুদাম থেকে প্রায় ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় গুদামটি সিলগালা করা হয়।
বুধবার বিকালে এ অভিযান চালানো হয়। তেল মজুদ রাখার দায়ে ব্যবসায়ী ও কাহালু পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফের এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর বগুড়া অফিসের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, তেল মজুদ পাওয়া তিনটি গুদামই আরিফের। জব্দকৃত তেল আগের মূল্য ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশনা দিয়ে তাৎক্ষণিকভাবে হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর তেল কিনতে আসা জনসাধারণের দীর্ঘ লাইন দেখা গেছে আরিফের গুদামের সামনে।
অপরদিকে একই সময় বগুড়া শহরের নামাজগড় এলাকায় একজন ডিলারের গুদামে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। শহরের লক্ষী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদাম অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। সেখানে অবৈধ ভাবে ৬৮৪ লিটার বোতলজাত সয়াবিন জব্দ করা হয়। পরে পাইকারি ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের কাছে বিক্রি করে দেয়া হয়।
