জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে আগামী সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বগুড়া জাতীয়তাবাদী যুবদল।
বিক্ষোভ মিছিলটি সফল করার লক্ষে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া জেলা যুবদলের দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আওতাধীন উপজেলা ও পৌর শাখার ২৪টি ইউনিট নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এনামুল হক পান্না, আলী রেজা রনু, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিন, আহসান হাবীব সেলিম, প্রচার সম্পাদক রাশেদ, সহ-প্রচার সম্পাদক রিপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সহ-সম্পাদক বৃন্দ রেদওয়ানুল হক হৃদয়, সোহাগ মাহমুদ, আপেল, মামুনুর রশীদ মামুন, জুম্মান, লিটন, সদস্য ইব্রাহিম হোসেন সাজু, আরিফুর রহমান তালাশ, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ।
