বগুড়ার গাবতলীতে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবের উপর হামলার মামলায় একই পরিষদের ২ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার (২২ মে) সকাল সাড়ে ১১টায় গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে।
থানা সূত্র জানা যায়, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করলে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে না নেয়ায় ও দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহম্মদ আলী হাসপাতালে ভর্তি করায়।
সুত্রটি আরও জানায়, হামলার সাথে জড়িত দুই জন সোনারায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। এদের মধ্যে ৯ নং ওয়ার্ডের মেম্বার পেস্তা মিয়া মন্ডল (৫০)। তিনি গজারিয়া গ্রামের পিতামৃত তবিবর রহমান মন্ডলের ছেলে। অন্যজন ৪ নং ওয়ার্ডের মেম্বার রঞ্জু মিয়া মন্ডল। তিনি মুছিখালি গ্রামের পিতামৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবের উপর হামলার ঘটনার তিনি থানায় একটি মামলা দিয়েছেন। এই মামলায় ইউপি সদস্য পেস্তা ও রঞ্জুকে আসামী করা হয়েছে। দুই মেম্বারকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
