সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি নতুন টিম গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল আমিন স্বাক্ষরিত এই টিম অনুমোদন লাভ করে।
নতুন টিম গঠন প্রসঙ্গে আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল বলেন, “এই টিমের মাধ্যমে প্রতিটি বিভাগের সঙ্গে সমন্বয় ও শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন সম্ভব হবে। ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, এবং এই টিম সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
তিনি আরও বলেন, “সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে ‘সাম্য ও মানবিক বাংলাদেশ’ বিনির্মাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই ইউনিট আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
