ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবসে বগুড়া জেলা পুলিশের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাতীয় শোক দিবসে বগুড়া জেলা পুলিশের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জাতীয় শোক দিবসে বগুড়া জেলা পুলিশের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: এনসিএন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে বগুড়া জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের পুলিশ লাইন্সে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘আজ ১৫ই আগস্ট। বাঙালি জাতির শোকের দিন। যে মহান মানুষটি বাংলাদেশকে স্বাধীন করতে বাঙালিদের প্রতিটি আন্দোলনের পরতে পরতে অবদান রেখে গেছেন। সেই জাতির পিতাকেই ঘাতকদের বুলেটের আঘাতে শহীদ হতে হয়েছে। শুধু তিনিই নন, আজকের দিনে বঙ্গবন্ধুর পরিবারের নির্দোষ সদস্যদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই এই দিনটি আমাদের সবারই শ্রদ্ধাভরে স্মরণ করা উচিত। সবাইকে সংঘবদ্ধ ও সম্মিলিতভাবে জাতির অবিসংবাদিত এই নেতার সঠিক ইতিহাস জানা প্রয়োজন।’

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘শোক হতে শক্তি, শোক হতে জাগরণ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে আগামী প্রজন্মের সবাইকে বঙ্গবন্ধুকে জানতে হবে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এই তরুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তাদের মুক্তিযুদ্দের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। একই সাথে শিক্ষার্থীদের জাতির পিতার আত্মত্যাগের সঠিক ইতিহাস জানারও সুযোগ করে দিতে হবে।’

তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমাদের স্বাধীন বাংলাদেশের বিকৃত ইতিহাসের সাথে পরিচয় করে দেয়া হয়েছিল। কিন্তু সময়ের বিবর্তনে দেশের প্রতিটি সচেতন নাগরিক সত‌্য ও সঠিক ইতিহাস জানতে পেরেছে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের কল‌্যান সাধনে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন উদ‌্যোগের মাধ‌্যমে দেশের মানুষের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ‌্যমে সচেতন করে যাচ্ছে বলেও মন্তব‌্য করেন তিনি।’

এদিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি-প্রাবন্ধিক ও শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে উত্তরাঞ্চলের মানুষকে সংগঠিত এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য দূর করতে ১৯৫২ ও ১৯৬৬ সালে বগুড়ায় বঙ্গবন্ধুর আগমনের ছবি সংবলিত একটি তথ্যচিত্র উন্মোচন করা হয়।

এর আগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল অ‌্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে গ্রন্থপাঠ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে জেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৫২ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের সোমবার দুপুরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘বগুড়ায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্র উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আইএফআইসি ব‌্যাংক বগুড়া শাখার ব‌্যবস্থাপক তাজমিলুর রহমানসহ অনেকেই।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print