ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

জামিনে মুক্তি পেলেন তাকবীর হত্যা মামলার আসামি রউফ

ছাত্রলীগের বহিস্কৃত নেতা আব্দুর রউফ
ছাত্রলীগের বহিস্কৃত নেতা আব্দুর রউফ। ছবি: সংগৃহীত

জামিনে মুক্তি পেলেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাকবীর হত্যা মামলার প্রধান আসামি একই সংগঠনের বহিস্কৃত নেতা আব্দুর রউফ। বুধবার (১৫ জুন) সকাল ১০ টা ২০ মিনিটে কারগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।

এদিন বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন বগুড়া জেল সুপার মনির আহমেদ।

তিনি বলেন, জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত রউফকে জামিন দিয়েছেন। এ সংক্রান্ত নথি গতকাল মঙ্গলবার আদালতে এসেছে। আজ সকাল ১০ টা ২০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

গেল বছরের ১৯ জুলাই বিকেলে হত্যা মামলার প্রধান আসামি রউফ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ১১ মার্চ বগুড়া শহরের সাতমাথায় তাকবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রউফ ও তার বাহিনীর লোকজন। আহত অবস্থায় তাকবিরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন পর ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান তাকবির।

সেসময় এই ঘটনায় তাকবিরের মা আব্দুর রউফকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৬ জনের নামে বগুড়া সদর থানায় একটি মামলা করেন। মূলত এর পরপরই তাকবির হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুর রউফকে সংগঠন থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তাকবির নিহত হওয়ার ১০ দিনের মাথায় আব্দুর রউফ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। তার জামিনের মেয়াদ শেষ হলেও করোনার কারণে সেটি বর্ধিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print