ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৪৯ এএম

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম ও আশরাফুল

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১০সপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর পরিবারের সদস্য ও চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন সদস্য।

আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ক্রিড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক, বিসিবি’র সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হেলালুজ্জামান তালুকদার লালু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির, মীর শাহে আলম, ডা. ইব্রাহিম খলিল, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশারসহ অন্যান্যরা।

উদ্বোধনী ম্যাচে খেলছেন রাজশাহী লাল দল ও রাজশাহী সবুজ দল। লাল দলের অধিনায়ক মাইশুর রহমান রিয়াল টসে জিতে সবুজ দলের অধিনায়ক ফরহাদ রেজাকে বোলিং করার আমন্ত্রণ জানান।

টুর্নামেন্টে ৮টি জেলার ২০টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে সবুজ দলে রয়েছে রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলা। লাল দলে রয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা।

টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে ঢাকা মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print