ডিসেম্বর ১, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

জিয়া পরিবারকে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে কটূক্তি, পল্টনে বোমা হামলা এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) বিকেলে নগরীর গণকপাড়া বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

সমাবেশে বক্তারা শহীদ জিয়া পরিবারকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং এ ধরনের বক্তব্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া পল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, সরকার পরিকল্পিতভাবে ভিন্নমত দমন করছে।

সমাবেশ শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। সাবেক কাউন্সিলর ও সাবেক বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print