আগামী ৬ আগষ্ট (বুধবার) বগুড়া জেলা বিএনপির আয়োজনে ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান-২০২৪’ ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করতে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করেছে জেলা যুবদল।
রোববার (২৭ জুলাই) রাতে জেলা যুবদলের দলীয় কার্যালয়ে এই কমিটি গঠন করে দলটি।
এতে বগুড়া শহর ও সদর উপজেলার দায়িত্ব দেওয়া হয় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান ও দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনকে।
এছাড়াও বগুড়ার প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে-
বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এসকল ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের নেতৃত্বেই মিছিল আকারে নির্ধারিত কর্মসূচির স্থানে উপস্থিত থাকার আহ্বানও জানান জেলা যুবদল।