ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয়: মির্জা ফখরুল

Oplus_16777216
Oplus_16777216

বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন কীভাবে রাতারাতি হবে।

তিনি বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। এসময় তিনি বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। এমন উদাহরণ অনেক আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print