ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ণ

বগুড়ায় ২টি বেসরকারি ক্লিনিকে লাখ টাকা জরিমানা

জ্বলেশ্বরীতলায় এনাম ক্লিনিকে জেলা প্রসাশকের অভিযান
জ্বলেশ্বরীতলায় এনাম ক্লিনিকে জেলা প্রসাশকের অভিযান। ছবি: এনসিএন

বগুড়ার জ্বলেশ্বরীতলায় দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে এ অভিযানটি পরিচালনা করেন জেলার অতিরিক্ত মাজিস্ট্রেট জান্নাতুন নাইম। এসময় ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশ ও অপারেশন থিয়েটার অপরিষ্কার হওয়ায় একটি ক্লিনিকে ১ লাখ এবং অপর একটি ক্লিনিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, এনাম ক্লিনিকে অস্বাস্থকর পরিবেশ ও অপারেশন থিয়েটার অপরিস্কার হওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং পরবর্তীতে এমন কর্মকান্ড যেন না হয় সে বিষয়ে বিশেষ সতর্কবানী দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনাম ক্লিনিকের পরিচালক এনামুল হক। তিনি দীর্ঘ ৮ বছর ধরে এই ক্লিনিক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছেন।

নিউ পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

একই দিনে শহরের নিউ পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মূলত অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেয়ার কারণে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জান্নাতুন নাইম জানিয়েছেন, বগুড়া শহরের দুইটি বেসরকারি ক্লিনিককে অর্থদন্ড দেয়া হয়েছে। তাদের চিকিত্সা সেবার মান নিম্নমানের এবং অস্বাস্থ্যকর হওয়ায় জরিমানা করা হয়েছে। একই সাথে এমন কর্মকান্ড যেন পরবর্তীতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print