জুলাই ১৫, ২০২৫ ৬:৫৫ এএম

ট্রাম্পকে ফ্যাসিস্ট বললেন কমলা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র দুই সপ্তাহ। দুই প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত। উভয় প্রার্থীই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আর এর মধ্যেই কমলা হ্যারিস বলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সময় গতকাল বুধবার সিএনএনের টাউন হল অনুষ্ঠানে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ মন্তব্য করেন। কমলা ট্রাম্পকে এমন এক সময়ে ফ্যাসিস্ট বলে আখ্যা দিলেন, যার ঠিক কয়েক দিন আগে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ তাঁকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিলেন।

ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ট্রাম্প একবার তাকে বলেছিলেন যে, ‘আপনি জানেন, হিটলারও কিছু ভালো কাজ করেছিলেন।’ বিষয়টি তুলে ধরে সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার কমলা হ্যারিসের কাছে জানতে চান, ‘তিনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মনে করেন?’ জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি এমনটা মনে করি।’

কমলা হ্যারিস আরও বলেন, ‘আমি এটাও বিশ্বাস করি যে, এ বিষয়ে যারা তাকে (ট্রাম্পকে) সবচেয়ে ভালো চেনেন, তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত।’

একই সঙ্গে কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে যাঁরা সবচেয়ে ভালো চেনেন, যাঁরা তার সঙ্গে হোয়াইট হাউসে, সিচুয়েশন রুমে, ওভাল অফিসে কাজ করেছেন; সব রিপাবলিকান, যাঁরা তার প্রশাসনে কাজ করেছেন, সাবেক চিফ অব স্টাফ, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং তার ভাইস প্রেসিডেন্ট, সবাই তাকে অযোগ্য এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print