ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৪৬ এএম

ট্রেনের ইঞ্জিনে সামনের হুকে ঝুলন্ত সেই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি

দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সামনের হুকে ঝুলন্ত মাঝ বয়েসী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ । এ ঘটনার ২দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা ২০মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। এসময় স্থানীয়রা ওই ট্রেনের ইঞ্জিনের সামনের হুঁকে মাঝবয়সী এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওই নারীর হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে হিলি রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান , ওই নারীর দুটি পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন হয়ে গেছে। পরে হিলি রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। ইঞ্জিনের সামনে কিভাবে মরদেহ এলো, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মরদেহ দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তর জন্য চেষ্ঠা চলছে। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print