জুন ১৮, ২০২৫ ৫:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ে ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার সেনাবাহিনীর

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যপক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

নিরাপত্তা নিশ্চিতে জেলার প্রধান প্রধান পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। সেই সাথে জেলার অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে টহল কার্যক্রম বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে স্থায়ী চেকপোস্টের মাধ্যমে সতর্কবার্তাও দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।

দিনব্যপী জেলার বিভিন্ন চেকপোস্ট সমূহে দেখা গেছে প্রাইভেট কার, বাস, ট্রাক, কোচসহ, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, অবৈধ মালামাল পরিবহন সহ নানা রকম তল্লাশি অভিযান করেছে সেনাবাহিনী। এছাড়াও বাস কাউন্টার গুলোতে যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেছে তারা।

সেনাবাহিনী কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলামূলক কার্যক্রম যাতে করে কেউ না করতে পারে, সে জন্য যথাযথ আইন অনুযায়ী কঠোর ভাবে দমন করা হবে। ইতিমধ্যে জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প কর্তৃক একটি স্থায়ী চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। যেগুলো থেকে সন্দেহ হলেই তল্লাশি কার্যক্রম চলমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print