এপ্রিল ২৩, ২০২৫ ৬:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ে মধ্যেরাতের কালবৈশা‌খীর সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডবে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কালোসোনা খ্যাত পেঁয়াজের বিজ, মরিচ, ভুট্টা ক্ষেত, সবজি, বিভিন্ন গাছপালা, আম বাগানসহ, বসতবাড়ির, ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ভোড়রাতে শুরু হয় তীব্র বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি।

এ সময় জেলার ৫টি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী ও রানীশকৈল উপজেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকের দাবি সরকারি সহায়তার, তবেই কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা।

কৃষকেরা জানান, গত মধ্যরাতের কালবৈশাখী ঝড়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভুট্টা ক্ষেত পুরো হেলে পড়েছে যার কারণে অনেক গাছ মারা যেতে পারে। সেই সাথে পেঁয়াজের বীজ গুলো সব ভেঙে গেছে এতে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। তাদের দাবি সরকারি সহায়তার।

এই বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাজেদুল ইসলাম জানান, পুরো জেলায় প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬৫ হেক্টর জমিতে। এই ক্ষতির পরিমান আরোও কমবে। কারণ অনেক ফসল আবারোও রিকোভার হবে। এরপরে সঠিক পরিসংখ্যান বলা যাবে। আর আমরা ইতিমধ্যে তালিকা করছি সরকারি সহায়তা পেলে কৃষককে সহায়তা করা হবে বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print