মার্চ ১৮, ২০২৫ ৪:৩৭ পিএম

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে এক যুবকের মুত্যু

Oplus_131072
Oplus_131072

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে মোঃ নাসির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা সদরের স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে পৌছানোর আগেই বাজার সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পরে মারা ওই যুবক।

স্থানীয়রা আরো জানান, ঋণ মহাজন হওয়ার কারনে বাড়ি থেকে বেড়িয়ে ট্রেন দেখে নিজেই আত্মহত্যার পথ বেছে নেয় এবং ছাপিয়ে পরে ট্রেনের সামনে।

পরে স্থানীয়রা দ্রুত সময় ঘটনাস্থলে এসে উদ্ধারের চেস্টা করলে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যায় সে।এরপর সেখানেই পরে থাকে লাশ।

পরবর্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মোঃ নাসির ঠাকুরগাঁও রোড স্টেশন সংলগ্ন কলাবাগান এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিক আলীর ছেলে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print