অক্টোবর ৯, ২০২৪ ৪:১১ এএম

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রায়হান ইসলাম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।সোমবার (৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর ইক্ষু খামার ইজতেমা সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নেমে সেখান থেকে সে ডুবে যায়।

নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী জেলা শহরের মুজিবনগর এলাকার মো. শহিদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা (নিখোঁজ শিক্ষার্থী) ৫-৬ জন গোসল করতে নেমেছিলো। যখন সে (রায়হান) হাবুডুবু খাচ্ছিলো তখন আমি স্বাভাবিক ভাবে মনে করেছিলাম সে ওভাবে গোসল করছে। পরে দেখলাম সে আর উঠেনি। আমি এখানে বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনি না। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম তার বাড়িতে খবর দিতে।

নিখোঁজ রায়হানের বড় বোন রুমি আক্তার জানান, গতকাল মাকে নিয়ে আমরা হাসপাতালে ছিলাম। আমার ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করে। তাই আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে গত কাল নদীতে গোসল করতে গেছে এ কথা আমাদের কেউ জানায়নি।

পরে আজ সকাল থেকে তার কোনো খোজ না পেয়ে, তার বন্ধুদের কাছে জানতে পারি আমার ভাই গতকাল দুপুরে তার কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এখনো আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ডুবরি ছাড়া উদ্ধার কাজ পরিচালনা সম্ভব নয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print