ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বাসের বেপরোয়া গতি কেড়ে নিল বাবা-মেয়ের প্রাণ  

Oplus_16908288
Oplus_16908288

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাবা ও মেয়ে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী এলাকার খোশবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খোশবাজার এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভিআইপি অটোমোবাইলস (প্রা. লি.) নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। একই পথ ধরে একটি থ্রিহুইলারে মেয়েকে পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার বাবা।

এ সময় পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় থ্রিহুইলারটি। এতে নিয়ন্ত্রণ হারায় বাসটিও। এ সময় ঘটনাস্থলেই মারা যায় থ্রিহুইলারের চালক আশরাফুল। আর গুরুতর আহত হয় মেয়ে রুবাইয়া। পরে মেয়েকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, এখানে থ্রিহুইলারের কোনো দোষ ছিল না। পেছন থেকে বাসটি ধাক্কা দেয়। ফলে এ দুর্ঘটনাটি ঘটে। হয়তো বাসের চালক ঘুমিয়ে ছিলেন। সে কারণেই প্রাণ গেল বাবা ও মেয়ের; যা কোনোভাবেই কাম্য না। এ বিষয়ে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print