অক্টোবর ২৯, ২০২৪ ১০:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে রেলের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান প্রশাসনের 

ঠাকুরগাঁওয়ে রেলওয়ের বে-দখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের রেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে প্রশাসন।

এসময় লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেবের নেতৃত্ব উচ্ছেদ অভিযানে পরিচালিত হয়। সাথে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের সময় ওই জমিতে বসবাসরতরা অভিযোগ করে বলেন, হঠাৎ মাইকিং করেই উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। এ অবস্থায় থাকার জায়গা নিয়ে দুঃশ্চিন্তায় আমরা। আমরা গরিব মানুষ স্ত্রী সন্তান নিয়ে এখন কোথায় যাব কোথায় থাকবো। আমাদের তো আর বাড়িঘর নেই এটি শেষ ঠিকানা ছিল। সরকারের কাছে আবেদন আমাদের যেন ব্যবস্থা করে দেয়া হয়।

রেলওয়ে কর্মকর্তার দেয়া তথ্য মতে, ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার প্রায় অর্ধশত বাড়ি, ও প্রতিষ্ঠান রেলওয়ের জমি দখল করে ছিল। আজ এ জমির মধ্যে ৫০ শতকের বেশি দখলকৃত জমি উদ্ধার করেছে প্রশাসন।

আর উচ্ছেদ অভিযানের বিষয়ে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, দীর্ঘদিনধরেই ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার জমি বেদখল হয়ে ছিল। তাই আজ সবকিছু আইনগত প্রক্রিয়া মেনেই উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে। এর আগে আমরা এখানে বসবাসরতদের নোটিশ দিয়েছিলাম এরপর মাইকিংও করা হয়েছে বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print