ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও বিআরটিএ অফিসে দুদকের অভিযান

Oplus_16908288
Oplus_16908288

ঘুষ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁও বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনার সময় বিআরটিএ অফিসে সব কার্যক্রম বন্ধ ছিল। অভিযানের সময় দুদকের কর্মকর্তারা ঠাকুরগাঁও বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় কুমারকে ঘুষ বাণ্যিজ্য দালালের দৌরাত্ম্যসহ বেশকিছু অভিযোগের বিষয়ে সত্যতা যাচাইয়ে প্রশ্ন করতে দেখা গেছে। পরিশেষে দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক তন্ময় কুমারকে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দেয়ার কথা বলেন তিনি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, মোটরযান পরীক্ষায় উৎকোচ প্রত্যেকের কাছে তিনশ টাকা করে ঘুষ নেয়া। দালালদের দিয়ে অবৈধ কাজ করা। পরিক্ষা না দিয়েও পাশ করিয়ে দেয়া হয়। এমন বিস্তর অভিযোগ ছিল বিআরটিএর বিরুদ্ধে। আইয়ুব আলী নামে এক দালাল অগোচরে চলে যাওয়ায় তাকে আইনের হাতে তুলে দিতে বিআরটিএকে বলা হয়েছে। একই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে সহকারী পরিচালক তন্ময় কুমারকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print