ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ণ

ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ার গাবতলীতে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বেলাল উদ্দিন খিরাপাড়া গ্রামের শেরউদ্দিন ওরফে ছইরের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেলাল উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print