নভেম্বর ১১, ২০২৪ ১০:৪৯ এএম

ঢাকায় রাশিয়ান হাউজের “স্মৃতির মোমবাতি” শীর্ষক ব্যতিক্রমী আয়োজন 

মহান দেশপ্রেমিক যুদ্ধ শুরুর ৮৩তম বার্ষিকী উপলক্ষে “স্মৃতির মোমবাতি” শীর্ষক এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান হাউজ। 

শনিবার মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও এনজিও কর্মীদের অংশগ্রহণে সেই ভয়াবহ যুদ্ধে নিহত ২ কোটি ৭০ লাখ সোভিয়েত জনগণকে সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈনিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মি. পাভেল দ্ভয়চেনকভ তার বক্তব্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত ভূমিকার কথা উল্লেখ করেন এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে কী চড়া মূল্য দিতে হয়েছে তাও ব্যাখ্যা করেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত জনগণের নির্ধারক ভূমিকার কথা উল্লেখ করেন। পৃথিবীর সমস্ত মানুষের শান্তিপূর্ণ ভবিষ্যতের অধিকারকে নিশ্চিত করতে সোভিয়েত ইউনিয়নের বিশাল মানবিক ক্ষতির সৃষ্টি হয়েছিল বলেও বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print